পাথ শেইপ কে কত ভাবে যে মডিফাই করে কাংক্ষিত অব্জেক্ট মডেলিং করা যায় তার বিভিন্ন ব্যবহার দেখছি আমরা এই সমস্ত মডেলিং টিউটোরিয়ালে।
দৃষ্টিনন্দন আইপড মডেলিং করতে পারি ঠিক এমন ভাবে পাথ সেইপ কে পরিবর্তন করে। এর অংশগুলো বিভিন্ন মডিফায়ার ও সাথে এপ্লাই করেছি।
15.Hardware Gear(হার্ডওয়ার গিয়ার মডেলিং) টিউটোরিয়াল!!!
এ অংশে হার্ডওয়ার গিয়ার মডেলিং দেখবো, এর আগেও একটি লেসনে গিয়ার মডেলিং দেখানো হয়েছে তবে তা থেকে এই গিয়ার একটু কম্পলিকেট/ভিন্ন গিয়ার। দেখুন ভালভাবে ট্রাই করুন..................
14.Dice Box(ছক্কার গুটি,ঘড় মডেলিং) টিউটোরিয়াল!!!
সবাইকে শুভেচ্ছা,কাজে কিছুটা ব্যস্ত ছিলাম.................................
যাই হোক, এবার দেখবো সুন্দর সেপে মডেলিং করার মাধ্যমে ছক্কার ঘড় ও গুটি তৈরি/মডেলিং।সিম্পল বক্স অব্জেক্টকে মডিফাই করে সম্পন্ন করা হয়েছে সম্পুর্ন লেসন গুলো.........লেসনের ফাইনাল রেন্ডারকৃত ইমেজ দেয়া আছে দেখলে অবগত হওয়া সম্ভব হবে..।..।.........So try it for interested lessons......
13.Lamp Models(লেম্প মডেলিং) টিউটোরিয়াল!!!
লেম্প মডেলিং করবো এ অংশে।প্রথমে একটি সিলিন্ডার অবজেক্ট কে পলিতে কনভার্ট করে এক অংশের পলিগন ফেলে দিয়ে শেল মডিফায়ার এপ্লাই করা হয়েছে।তার পরের অংশে আরেকটি সিলিন্ডার অবজেক্ট কে বেন্ড মডিফায়ার এপ্লাই করে ও পেরামিটার পরিবর্তন করে প্রয়োজনিয় ধাপ সম্পন্ন হয়েছে।
লেম্পের সুইচ বেইস ও আরো অংশ বিভিন্ন ধাপে তৈরি করা হয়েছে।টিউটোরিয়াল তিনটি পর্বে সম্পন্ন।
লেম্পের সুইচ বেইস ও আরো অংশ বিভিন্ন ধাপে তৈরি করা হয়েছে।টিউটোরিয়াল তিনটি পর্বে সম্পন্ন।
12.Meat Cutter(মাংস কাটার ছু্রি মডেলিং) টিউটোরিয়াল!!!
মাংস কাটার ছুরি মডেলিং করবো এ অংশে।প্রথমে একটি সারকুলার সেপ অব্জেক্ট পেরামিটার পরিবর্তন করে প্রয়োজনিয় ধাপ সম্পন্ন করে,এক্সট্রুড পেরামিটার ও আরো সেটিংস প্রয়োগ করে তৈরি করা হয়েছে মডেলিং।
11.Choklet(চকলেট মডেলিং) টিউটোরিয়াল!!!
চকলেট মডেলিং এর সহজ ধাপ দেখবো এ অংশে। একটি বক্স অব্জেক্টকে খুব সিম্পলি, পলিতে কনভার্ট করে পলিগন সিলেক্ট করে এক্সট্রুড ভেবেল পেরামিটার পরিবর্তন করে সম্পন্ন করা হয়েছে।
10.Clock(ঘড়ি মডেলিং) টিউটোরিয়াল!!!
ঘড়ি তৈরি করবো এবার,একটি সিলিন্ডারকে পলি মডেলিং এর পেরামিটার পরিবর্তন করে প্রাথমিক রুপ দেয়ার পর clone করে ও আরো কিছু সেটিংস এর ব্যবহার করে সম্পন্ন হয়েছে মডেলিং।ঘড়ির কাঁটা নাম্বার সব অব্জেক্ট-ই বেসিক অবজেক্ট পেরামিটার থেকে তৈরি করা।