15.Hardware Gear(হার্ডওয়ার গিয়ার মডেলিং) টিউটোরিয়াল!!!

এ অংশে হার্ডওয়ার গিয়ার মডেলিং দেখবো, এর আগেও একটি লেসনে গিয়ার মডেলিং দেখানো হয়েছে তবে তা থেকে এই গিয়ার একটু কম্পলিকেট/ভিন্ন গিয়ার। দেখুন ভালভাবে ট্রাই করুন..................




14.Dice Box(ছক্কার গুটি,ঘড় মডেলিং) টিউটোরিয়াল!!!

সবাইকে শুভেচ্ছা,কাজে কিছুটা ব্যস্ত ছিলাম.................................
যাই হোক, এবার দেখবো সুন্দর সেপে মডেলিং করার মাধ্যমে ছক্কার ঘড় ও গুটি তৈরি/মডেলিং।সিম্পল বক্স অব্জেক্টকে মডিফাই করে সম্পন্ন করা হয়েছে সম্পুর্ন লেসন গুলো.........লেসনের ফাইনাল রেন্ডারকৃত ইমেজ দেয়া আছে দেখলে অবগত হওয়া সম্ভব হবে..।..।.........So try it for interested lessons......

13.Lamp Models(লেম্প মডেলিং) টিউটোরিয়াল!!!

লেম্প মডেলিং করবো এ অংশে।প্রথমে একটি সিলিন্ডার অবজেক্ট কে পলিতে কনভার্ট করে এক অংশের পলিগন ফেলে দিয়ে শেল মডিফায়ার এপ্লাই করা হয়েছে।তার পরের অংশে আরেকটি সিলিন্ডার অবজেক্ট কে বেন্ড মডিফায়ার এপ্লাই করে ও পেরামিটার পরিবর্তন করে প্রয়োজনিয় ধাপ সম্পন্ন হয়েছে।
লেম্পের সুইচ বেইস ও আরো অংশ বিভিন্ন ধাপে তৈরি করা হয়েছে।টিউটোরিয়াল তিনটি পর্বে সম্পন্ন। 

12.Meat Cutter(মাংস কাটার ছু্রি মডেলিং) টিউটোরিয়াল!!!

মাংস কাটার ছুরি মডেলিং করবো এ অংশে।প্রথমে একটি সারকুলার সেপ অব্জেক্ট পেরামিটার পরিবর্তন করে প্রয়োজনিয় ধাপ সম্পন্ন করে,এক্সট্রুড পেরামিটার ও আরো সেটিংস প্রয়োগ করে তৈরি করা হয়েছে মডেলিং।



11.Choklet(চকলেট মডেলিং) টিউটোরিয়াল!!!


চকলেট মডেলিং এর সহজ ধাপ দেখবো এ অংশে। একটি বক্স অব্জেক্টকে খুব সিম্পলি, পলিতে কনভার্ট করে পলিগন সিলেক্ট করে এক্সট্রুড ভেবেল পেরামিটার পরিবর্তন করে সম্পন্ন করা হয়েছে।

10.Clock(ঘড়ি মডেলিং) টিউটোরিয়াল!!!

ঘড়ি তৈরি করবো এবার,একটি সিলিন্ডারকে পলি মডেলিং এর পেরামিটার পরিবর্তন করে প্রাথমিক রুপ দেয়ার পর clone করে ও আরো কিছু সেটিংস এর ব্যবহার করে সম্পন্ন হয়েছে মডেলিং।ঘড়ির কাঁটা নাম্বার সব অব্জেক্ট-ই বেসিক অবজেক্ট পেরামিটার থেকে তৈরি করা।



9.Gear(গিয়ার মডেলিং) টিউটোরিয়াল!!!

গিয়ার মডেলিং এ ভেরিয়েশন অনেকভাবে ব্যবহার করা যায়,এ অংশে যে গিয়ারটি মডেলিং করবো তাতে উল্লেখযোগ্য যে অংশগুলো থাকবে তা হলো গিয়ারের বিভিন্ন অংশ যেমন কাঁটা অংশ,ফাঁপা অংশ ইত্যাদি।একটি সিলিন্ডারকে পলি মডেলিং এ কনভার্ট করার পর এক্সট্রুড ও ভেবেল পেরামিটার পরিবর্তন করে পুর্নাঙ্গ করা হয়েছে মডেলিং।

8.Folder(ফোল্ডার মডেলিং) টিউটোরিয়াল!!!

ফোল্ডার এর আইকন সবাই দেখি কম্পিউটারে কিন্তু 3d আকারে দেখবো এবার,শুধু দেখবো না, তৈরি করবো ৩ডি মেক্সে, ওই পাথ অব্জেক্টকেই মডিফাই করার পদ্ধতি দেখবো।ফ্রী হেন্ড এ তৈরি করব একটি পাথ বক্স তারপর পাথের vertex কে মডিফাই করবো পেরামিটার পরিবর্তন করে......।।
 

7.Degree Modeling(পরিক্ষার ডিগ্রী মডেলিং) টিউটোরিয়াল!!!

Helix path অব্জেক্টকে Extrude মডিফায়ার এপ্লাই করে ডিগ্রীর পেঁচানো কাগজ তৈরি করা হয়েছে।ডিগ্রীর সীল ও সিলে মোড়ানো কাগজ সবই পাথ অবজেক্ট দিয়ে তৈরি করা হয়েছে।সিম্পল টেকনিক কিন্তু পাওয়ারফুল পন্থায় তৈরি/মডেলিং করার কৌশল বলা যায়।হেলিক্স পাথ অব্জেক্ট কে পেরামিটার ও পরিবর্তন করা হয়েছে প্রাথমিক যে রুপ তা দিতে।তার অর্থ হল এক্সট্রুড মডিফায়ার এপ্লাই এর আগে।আরো সেটিংস আছে তা তার আলোচনা ও বৃত্তান্ত ধাপে ধাপে র্বনীত করা হয়েছে।

6.Cigarette Object (মডেলিং) টিউটোরিয়াল!!!

extended primitives থেকে কেপসুল অবজেক্ট কে বেসিক সেপ দেওয়া হয়েছে।
তারপর tube অবজেক্ট কে ffd মডিফায়ার এপ্লাই করে বাঁকানোর রুপান্তর তৈরি করা হয়েছে।এগুলো মুলত বেসিক থেকে এডভান্স এর ধাপ বাড়ানোর কৌশল।তার অর্থ হল,এই সমস্ত বেসিক টেকনিক ইউজ করে এডভান্স মডেলিং করা ইজি মনে হবে।

5.Book Modeling(বই মডেলিং) টিউটোরিয়াল!!!

3d-book তৈরি করবো,সিম্পল পাথ কে পেরামিটার পরিবর্তন প্রাথমিক রুপ দেয়া হয়েছে।extrude,ffd box ইত্যাদি মডিফায়ার এপ্লাই করা হয়েছে, বইয়ের রুপ দিতে।বিভিন্ন axis এ transform করে ও মডিফায়ার এপ্লাই করে সম্পন্ন হয়েছে,ভিডিওগুলো দেখুন।
এনিমেশনের মধ্যে মডেলং অনেক ধাপে করা হয়, গুরুত্বপর্ন হলো কোন টেকনিকে কত ইজিলি ভাবে কাংক্ষিত মডেলিং করা যায়।

Rapidshare,MU,HF premiere link genaretor 100% কাজের!!!!

 
 
Rapidshare,MU,HF premiere link genaretor 100% কাজের।এই সমস্ত হোষ্টিং সাইট থেকে ফাইল নামানোর প্রয়োজন যখন হয়,তখন ফ্রি একাউন্ট দিয়ে ফাইল নামানো অনেক ঝামেলার, কিন্তু প্রিমিয়ার লিঙ্ক জেনারেটর এর মাধ্যমে রিজিউম সহ ফাইল নামানোর সাইট খুব কম, বেশিরভাগই কাজ করে না, তবে এই সাইট থেকে ফাইল নামানো যায় খুব ইজিলি,অনেক সুবিধা রয়েছে,শুধুমাত্র লিঙ্কটা কপি করে পেষ্ট করে generate download link বাটনে ক্লিক করলেই ডাউনলোডের জন্য লিঙ্ক পাবেন।

4.Ice Modeling(বরফ মডেলিং) টিউটোরিয়াল !!!

এবার আইস মডেলিং দেখবো।এটি তৈরি করতে chemfer box কে পেরামিটার পরিবর্তন প্রাথমিক রুপ দেয়া হয়েছে।তারপর noise মডিফায়ার এপ্লাই করে মডেলিং এর বাকি কাজ সম্পন্ন করা হয়েছে।নয়েজ মডিফায়ার এর মাধ্যমে যে কোন অব্জেক্টকে উচু নিচু ইফেক্ট দেয়া সক্ষম হয়।
টিউটোরিয়ালে কোন অডিও নেই। কখন কোন key press  করা হচ্ছে তা দেখা যাবে এই virtual keyboard এর মাধ্যমে।
undefined 

3. Bed Modeling(বিছানা মডেলিং) টিউটোরিয়াল!!!

এ অংশে ৩ডি বিছানা মডেলিং দেখবো।
পাথ সেপ ইউজ করে বিছানার ডিজাইন করা হয়েছে।বিছানার ফোম ও বালিশ ইত্যাদি তৈরি করা হয়েছে পলি মডেলিং ইউজ করে। chemfer box কে পেরামিটার পরিবর্তন করে ফোমের রুপ দেয়া হয়েছে।
বালিশ কে মডিফাই করা হয়েছে পলি মডেল ও ffd box মডিফায়ার ব্যবহার করে। টিউটোরিয়ালে কোন অডিও নেই। কখন কোন key press  করা হচ্ছে তা দেখা যাবে এই virtual keyboard এর মাধ্যমে।

Idm এর টিপস লাগবে?।না জানলে জেনে নিন,সাথে নিন idm 5.17 full !!!!

লিখাটি প্রথম  প্রকাশিত করেছিলাম টেক্টিউন্সে...প্রকাশিত হয়েছে : ৬ এপ্রিল, ২০১০|পরিমার্জন করে আবার প্রকাশ

ডাউনলোড নিয়ে অনেকেই বিপাকে পড়ে থাকেন।আমরা অনেকেই কম বেশি idm used করে থাকি।তবে অনেকেই জানি না idm এর অনেক দরকারি কাজের টিপস.
যারা জানেন না তাদের কাজে আসবে আশা করি। download এর সময় বাঁচানোর জন্য downloader er সঠিক ব্যবহার জানা আবশ্যক।কিছু সহজ টিপস ইউজ করলেই অনেক সময় বাঁচানো যায়,কাজ করায় ছন্দ আসে। 

3.Football light, texture & rendering টিউটোরিয়াল পর্ব-2!!!

undefined
এ অংশে light texture & rendering ব্যবহার করে scene তৈরি করবো-অর্থাৎ এই পর্বে সম্পন্ন করবো এই লেসন।যে সিনটি আমরা তৈরি করবো তার স্নেপসুট নিচে দিয়েছি।3ds max-এ light texture & rendering-এর ব্যবহার গুরুত্বপুর্ন ভুমিকা রাখে। কোন সিনকে রিয়েলিষ্টিক রুপ দিতে এর সঠিক ব্যবহার জানতে হয়।

2.Football light, texture & rendering টিউটোরিয়াল পর্ব-১!!!

এ অংশে light texture & rendering ব্যবহার করে scene তৈরি করবো।যে সিনটি আমরা তৈরি করবো তার স্নেপসুট নিচে দিয়েছি।3ds max-এ light texture & rendering-এর ব্যবহার গুরুত্বপুর্ন ভুমিকা রাখে। কোন সিনকে রিয়েলিষ্টিক রুপ দিতে এর সঠিক ব্যবহার জানতে হয়। সহজে উপস্থাপন করা হয়েছে এই বিষয় গুলোর ধাপ।
দেখুন ট্রাই করুন.........ভিডিও লেসন

1. Modeling Football (ফুটবল মডেলিং) টিউটোরিয়াল!!!

ফুটবল মডেলিং......পুরো ভিডিও লেসন সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করা হয়েছে।এই অব্জেক্ট টি তৈরি করতে ব্যবহার করা হয়েছে bevel সেটিংস। যা editable poly তে রয়েছে। সহজ কথায় বলতে এডিটেবল পলি-র বিভিন্ন সেটিংস পরিবর্তন করে এই মডেলিং এর কাজ সম্পন্ন করা হয়েছে......


এখন থেকে নিয়মিত পাবেন এনিমেশনের টিউটোরিয়াল| চোখ রাখুন......

এখন থেকে এই সাইটে নিয়মিত পাবেন 3d এনিমেশন সম্পৃক্ত টিউটোরিয়াল।3dstudio max, after effects ইত্যাদির ব্যবহার থাকবে। প্রায় প্রতিদিন আপডেট করা হবে।
সব টিউটোরিয়ালগুলো শুধুমাত্র ভিডিও টিউটোরিয়াল হবে। কারন ভিডিও টিউটোরিয়াল থেকেই মুলত ভালভাবে
প্রশিক্ষন নেয়া সম্ভব, আমি মনে করি

windows xp-1.45 hrs, 24-টি lessons) দেখুনতো কতটা কাজের!!!!!

 
প্রথম  প্রকাশিত করেছিলাম টেক্টিউন্সে...প্রকাশিত হয়েছে : ২৬ মার্চ, ২০১০|
শুভেচ্ছা সবাইকে,কম্পিউটারে কাজ আমরা সকলেই করে থাকি,তবে operating system-এর সব কাজ অনেকেই জানি না,মুলতো যারা একেবারে নতুন কম্পিউটার ইউজার তারাই এই সমস্যার স্মম্মূখীন বেশি হয়। এই টিউটরিয়াল গুলো নবীন
দের উপকারে আসবে আশা করছি। windows পরিচালনা করার সময় কিছু shortcut techniques follow করে খুব দ্রুতো windows-এ কাজ করা সম্ভব।

ইংরেজী ছড়া এনিমেশন সম্পন্ন হলো কিছুদিন আগে, দেখুন ফ্রী|!!


সবাই ভাল আছেন আশা রাখছি। কিছু এনিমেশনের কাজে ছিলাম এ ক মাস।।।ওফ.........ভালই দোড়ানো।এই এনিমেশন গুলো সম্পন্ন করতে ইউজ করেছি।......।।3ds max, after effects, ইত্যাদি সফটওয়ার।কাজগুলো মুলত একটি মাল্টিমিডিয়া ফার্মের কাজ, টুইঙ্কেল টুইঙ্কেল, ভে ভে ব্লেক শিপ...... ইংরেজী ছড়া,  এ কাজ গুলি নিয়ে বেশ কিছুদিন ভালই ব্যস্ত ছিলাম, ।। যাই হোক

Where is it software-টি নিন,সাথে video lessons, মিস করবেন......? দেখুন কি জিনিস এটা*****


প্রকাশিত হয়েছে : 21 এপ্রিল, ২০১০ টেক্তিউন্সে।
সবাই ভাল আছেন?
Where is it-এমন একটি software, এটি ছাড়া সবাই অচল, এটি থাকলে সময় বাঁচানোর চাকা সচল, এর মুল্য 40$-২৮০০৳, আপনাদের জন্য ফ্রী, সাথে থাকছে video lessons বাংলায়।এটি আমি অনেকদিন ধরেই ইউজ করে আসছি, অনেক অনেক............... কাজের এই software- টি।আজ সেয়ার করলাম সবার জন্য।
আমরা সবাই CD, DVD data রাইট করে সংরক্ষনে রাখি, কিন্তু কোন disk-এ কোন ডাটা সংরক্ষন আছে, কোন software কোন disk-এ তার details list রাখা অনেক কঠিন, তার সাথে এ কাজ করা সময় সাপেক্ষেরও ব্যপার।
CD, DVD data রাইট করে সংরক্ষনে রাখা খুব গুরুত্বপুর্ন একটি কাজ, দরকারের সময় কোথায় কোন software তা খুঁজে না পেলে মেজাজ চটে যাওয়াটাই স্বাভাবিক।

Photoshop magic–(একটি command= হাজারের বেশি কাজ)wao!!

প্রকাশিত হয়েছে : ৮ এপ্রিল, ২০১০ টেক্তিউন্সে।
 শুভেচ্ছা সবাইকে, আশা রাখছি ভাল আছেন সবাই।
আমরা সকলেই ফটোসপ ইউজ করি, but এই টুলের কাজ বা ব্যবহার হয়তো জানিনা, জি হ্যা একটি কমান্ড দিয়ে বসে থাকবেন আর আপনার কাজ সম্পন্ন, action command used করে এই গুরুত্বের কাজ নিমিসেই করা যায়, দেখুন try করুন।


3D Animation-সবাই মিলে গড়বো সেই ভুবন

প্রকাশিত হয়েছে : ২৩ ফেব্রুয়ারি, ২০১০ |টেকটিউন্স-এ
3d animation-এর ভুবন কলপনার মাঝেই যেন চিরায়ীত।
আমার সাথে কি সবাই একমত ?
যাই হোক আমরা সবাই কিন্তু কম বেশি এই Animation নামটির কথা শুনলেই ভাবনার মাঝে হারিয়ে পরি, ভাবনার এই জগত টাকে যখন পুরুটাই চোখের সামনে দেখি…………. তখন?

Rubel tutorial(1,2) – 3d-সম্পর্কে জানুন। সাথে জানুন 3d studio max- পরিচিতি!!!!!

সবাইকে শুভেচ্ছা……ফিরে আসলাম আবার, কি বলবো, সেই ফেব্রুয়ারী(২০১০) মাসে প্রথম টিউন করলাম, সবাইকে বল্লাম খুব শিঘ্রই আমি সবার জন্য professional tutorial নিয়ে আসছি, but এতোদিন হলো আর কোন টিউন হলো না। প্রথম টিউনটি করার পরেই tutorial making শুরু করি, tutorial composite করার সময়, একটি company-র animation এর assignment নিয়ে busy হয়ে পড়ি, ব্যস্ততার মাঝে একটু ও কিন্তু ভুলিনী tutorial making এর কথা। যাক ফিরে এলাম আবার মিশনে।

See My 3d Project





আমার নিজের করা এ পর্যন্ত 3d , composition প্রজেক্টের video দেখতে পাবেন...............।