13.Lamp Models(লেম্প মডেলিং) টিউটোরিয়াল!!!

লেম্প মডেলিং করবো এ অংশে।প্রথমে একটি সিলিন্ডার অবজেক্ট কে পলিতে কনভার্ট করে এক অংশের পলিগন ফেলে দিয়ে শেল মডিফায়ার এপ্লাই করা হয়েছে।তার পরের অংশে আরেকটি সিলিন্ডার অবজেক্ট কে বেন্ড মডিফায়ার এপ্লাই করে ও পেরামিটার পরিবর্তন করে প্রয়োজনিয় ধাপ সম্পন্ন হয়েছে।
লেম্পের সুইচ বেইস ও আরো অংশ বিভিন্ন ধাপে তৈরি করা হয়েছে।টিউটোরিয়াল তিনটি পর্বে সম্পন্ন। 

12.Meat Cutter(মাংস কাটার ছু্রি মডেলিং) টিউটোরিয়াল!!!

মাংস কাটার ছুরি মডেলিং করবো এ অংশে।প্রথমে একটি সারকুলার সেপ অব্জেক্ট পেরামিটার পরিবর্তন করে প্রয়োজনিয় ধাপ সম্পন্ন করে,এক্সট্রুড পেরামিটার ও আরো সেটিংস প্রয়োগ করে তৈরি করা হয়েছে মডেলিং।



11.Choklet(চকলেট মডেলিং) টিউটোরিয়াল!!!


চকলেট মডেলিং এর সহজ ধাপ দেখবো এ অংশে। একটি বক্স অব্জেক্টকে খুব সিম্পলি, পলিতে কনভার্ট করে পলিগন সিলেক্ট করে এক্সট্রুড ভেবেল পেরামিটার পরিবর্তন করে সম্পন্ন করা হয়েছে।

10.Clock(ঘড়ি মডেলিং) টিউটোরিয়াল!!!

ঘড়ি তৈরি করবো এবার,একটি সিলিন্ডারকে পলি মডেলিং এর পেরামিটার পরিবর্তন করে প্রাথমিক রুপ দেয়ার পর clone করে ও আরো কিছু সেটিংস এর ব্যবহার করে সম্পন্ন হয়েছে মডেলিং।ঘড়ির কাঁটা নাম্বার সব অব্জেক্ট-ই বেসিক অবজেক্ট পেরামিটার থেকে তৈরি করা।



9.Gear(গিয়ার মডেলিং) টিউটোরিয়াল!!!

গিয়ার মডেলিং এ ভেরিয়েশন অনেকভাবে ব্যবহার করা যায়,এ অংশে যে গিয়ারটি মডেলিং করবো তাতে উল্লেখযোগ্য যে অংশগুলো থাকবে তা হলো গিয়ারের বিভিন্ন অংশ যেমন কাঁটা অংশ,ফাঁপা অংশ ইত্যাদি।একটি সিলিন্ডারকে পলি মডেলিং এ কনভার্ট করার পর এক্সট্রুড ও ভেবেল পেরামিটার পরিবর্তন করে পুর্নাঙ্গ করা হয়েছে মডেলিং।

8.Folder(ফোল্ডার মডেলিং) টিউটোরিয়াল!!!

ফোল্ডার এর আইকন সবাই দেখি কম্পিউটারে কিন্তু 3d আকারে দেখবো এবার,শুধু দেখবো না, তৈরি করবো ৩ডি মেক্সে, ওই পাথ অব্জেক্টকেই মডিফাই করার পদ্ধতি দেখবো।ফ্রী হেন্ড এ তৈরি করব একটি পাথ বক্স তারপর পাথের vertex কে মডিফাই করবো পেরামিটার পরিবর্তন করে......।।
 

7.Degree Modeling(পরিক্ষার ডিগ্রী মডেলিং) টিউটোরিয়াল!!!

Helix path অব্জেক্টকে Extrude মডিফায়ার এপ্লাই করে ডিগ্রীর পেঁচানো কাগজ তৈরি করা হয়েছে।ডিগ্রীর সীল ও সিলে মোড়ানো কাগজ সবই পাথ অবজেক্ট দিয়ে তৈরি করা হয়েছে।সিম্পল টেকনিক কিন্তু পাওয়ারফুল পন্থায় তৈরি/মডেলিং করার কৌশল বলা যায়।হেলিক্স পাথ অব্জেক্ট কে পেরামিটার ও পরিবর্তন করা হয়েছে প্রাথমিক যে রুপ তা দিতে।তার অর্থ হল এক্সট্রুড মডিফায়ার এপ্লাই এর আগে।আরো সেটিংস আছে তা তার আলোচনা ও বৃত্তান্ত ধাপে ধাপে র্বনীত করা হয়েছে।

6.Cigarette Object (মডেলিং) টিউটোরিয়াল!!!

extended primitives থেকে কেপসুল অবজেক্ট কে বেসিক সেপ দেওয়া হয়েছে।
তারপর tube অবজেক্ট কে ffd মডিফায়ার এপ্লাই করে বাঁকানোর রুপান্তর তৈরি করা হয়েছে।এগুলো মুলত বেসিক থেকে এডভান্স এর ধাপ বাড়ানোর কৌশল।তার অর্থ হল,এই সমস্ত বেসিক টেকনিক ইউজ করে এডভান্স মডেলিং করা ইজি মনে হবে।

5.Book Modeling(বই মডেলিং) টিউটোরিয়াল!!!

3d-book তৈরি করবো,সিম্পল পাথ কে পেরামিটার পরিবর্তন প্রাথমিক রুপ দেয়া হয়েছে।extrude,ffd box ইত্যাদি মডিফায়ার এপ্লাই করা হয়েছে, বইয়ের রুপ দিতে।বিভিন্ন axis এ transform করে ও মডিফায়ার এপ্লাই করে সম্পন্ন হয়েছে,ভিডিওগুলো দেখুন।
এনিমেশনের মধ্যে মডেলং অনেক ধাপে করা হয়, গুরুত্বপর্ন হলো কোন টেকনিকে কত ইজিলি ভাবে কাংক্ষিত মডেলিং করা যায়।

Rapidshare,MU,HF premiere link genaretor 100% কাজের!!!!

 
 
Rapidshare,MU,HF premiere link genaretor 100% কাজের।এই সমস্ত হোষ্টিং সাইট থেকে ফাইল নামানোর প্রয়োজন যখন হয়,তখন ফ্রি একাউন্ট দিয়ে ফাইল নামানো অনেক ঝামেলার, কিন্তু প্রিমিয়ার লিঙ্ক জেনারেটর এর মাধ্যমে রিজিউম সহ ফাইল নামানোর সাইট খুব কম, বেশিরভাগই কাজ করে না, তবে এই সাইট থেকে ফাইল নামানো যায় খুব ইজিলি,অনেক সুবিধা রয়েছে,শুধুমাত্র লিঙ্কটা কপি করে পেষ্ট করে generate download link বাটনে ক্লিক করলেই ডাউনলোডের জন্য লিঙ্ক পাবেন।

4.Ice Modeling(বরফ মডেলিং) টিউটোরিয়াল !!!

এবার আইস মডেলিং দেখবো।এটি তৈরি করতে chemfer box কে পেরামিটার পরিবর্তন প্রাথমিক রুপ দেয়া হয়েছে।তারপর noise মডিফায়ার এপ্লাই করে মডেলিং এর বাকি কাজ সম্পন্ন করা হয়েছে।নয়েজ মডিফায়ার এর মাধ্যমে যে কোন অব্জেক্টকে উচু নিচু ইফেক্ট দেয়া সক্ষম হয়।
টিউটোরিয়ালে কোন অডিও নেই। কখন কোন key press  করা হচ্ছে তা দেখা যাবে এই virtual keyboard এর মাধ্যমে।
undefined 

3. Bed Modeling(বিছানা মডেলিং) টিউটোরিয়াল!!!

এ অংশে ৩ডি বিছানা মডেলিং দেখবো।
পাথ সেপ ইউজ করে বিছানার ডিজাইন করা হয়েছে।বিছানার ফোম ও বালিশ ইত্যাদি তৈরি করা হয়েছে পলি মডেলিং ইউজ করে। chemfer box কে পেরামিটার পরিবর্তন করে ফোমের রুপ দেয়া হয়েছে।
বালিশ কে মডিফাই করা হয়েছে পলি মডেল ও ffd box মডিফায়ার ব্যবহার করে। টিউটোরিয়ালে কোন অডিও নেই। কখন কোন key press  করা হচ্ছে তা দেখা যাবে এই virtual keyboard এর মাধ্যমে।